প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ১:০৪ পূর্বাহ্ণ
ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম এলাকায় নির্মিত ৩০টি ঘর পরিদর্শন করে ঘরের বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। পরে বিভাগীয় কমিশনার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করেন। ঘর পরিদর্শন করে এক্ষেত্রে উপকারভোগীদের সাথে কথা বলে ঘর নির্মাণ কাজ ও উপকারভোগী নির্বাচনে ছাতক উপজেলা প্রশাসনের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন, শিল্পী রানী, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেন প্রমুখ।##
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.