প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২১, ১১:৫১ অপরাহ্ণ
ছাতকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন।।
নগর সংবাদ।।ছাতক প্রতিনিধিঃ ছাতকে জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতীকৃতিতে পুস্পস্তোবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। এর পরে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তোবক অর্পণ করা হয়। পুস্পস্তোবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন প্রমূখ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.