সেলিম মাহবুব, ছাতকঃ প্রতারণা করে বিকাশের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অহরহ পাওয়া গেছে। আবার ভুল নাম্বারে বিকাশের টাকা চলে গেলে সহজে সে টাকা কোন সময় পাওয়া যায়না। এমন অনেক ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। তবে ছাতকে ব্যতিক্রম ধরনের একটি ঘটনা ঘটলো শনিবার (২৬ জুন) বিকেলে। সামছুল ইসলামের মোবাইলের ব্যক্তিগত বিকাশ নাম্বারে ২৫ হাজার ৫০০ টাকা ভুলে চলে আসে অন্য নাম্বার থেকে। টাকা আসার পর কিছু সময়ের মধ্যে তার নম্বরে ঢাকা থেকে টাকার মালিক আছমা বেগম নামের এক মহিলা ফোন দিয়ে টাকার কথা জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন। লোভ লালসাকে তুচ্ছ করে বিকাশে ভুল করে চলে আসা ২৫ হাজার ৫০০ টাকা মালিকের কাছে ফেরত দিয়ে মানবতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী সামছুল ইসলাম। তিনি ছাতক উপজেলার ০৩ নং ছাতক সদর ইউনিয়নের কাজীহাটা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। সামছুল ইসলাম জানান, রবিবার আসল মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভুল করে চলে আসা টাকা আসল মালিকের কাছেই পাঠিয়ে দেন তিনি।##