প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ
ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের দাফন সম্পন্ন।
নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা, লুভিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সুনামগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সদস্য, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইফুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। লুভিয়া গ্রামের মৃত আব্দুর রহমান'র পুত্র বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট সাইফুল ইসলাম (৭০) বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ৭ ঘটিকার সময় ঢাকা সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। ১২ই আগস্ট লুভিয়া গ্রামে সন্ধ্যা ৭ ঘটিকার সময় রাষ্ট্রীয় ও যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের কফিনে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ ইসলাম উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ সদস্যবৃন্দ। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন দোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেকিম সহ ইউপি সদস্য ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ এবং গ্রামবাসী'র শ্রদ্ধা নিবেদন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.