নগর সংবাদ।।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার অমল রায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যু শোক সইতে না পেরে এক ঘণ্টার ব্যবধান মা শোভা রায়েও মারা যান।
বয়ড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ছেলের মৃত্যু শোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে একাধিক সাংবাদিকেরা ফোন দিয়েছে তবে স্বাভাবিক মৃত্যুর কারণে পুলিশকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিচ্ছি।