প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২১, ১:১৮ অপরাহ্ণ
ছেলের মৃ’ত্যু শোক সাম’লাতে না পেরে বাবার মৃ’ত্যু
নগর সংবাদ।।ঠাকুরগাঁওয়ে ছেলের মৃ'ত্যু সংবাদ শুনে ৩ ঘন্টার মাথায় বাবার মৃ'ত্যু হয়েছে।ধারণা করা হচ্ছে আকস্মিক ছেলের মৃ'ত্যু খবর জানতে পেরে শোকে তিনিও মৃ'ত্যুবরণ করেন। শুক্রবার (১৩ আগ'ষ্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের ভেলাজান শিহিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার 'বিকেল সাড়ে পাঁচটায় স্ট্রোক ছেলে আইনুল হক (৩২) ও রাত সাড়ে আট'টায় বাবা আবুল হোসেন (৭৫) মৃ'ত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা জানায়, এক সন্তানের জনক আইনুল হক 'বিকেলে ঘরে শুয়ে ছিলো, হঠাৎ তিনি বুকের ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মা'রা যান।কর্মজীবনে তিনি ভেলাজান বাজারের মের্সাস আমিন মেডিকেল হল এ ডাঃ কছিম উদ্দিনের চেম্বারে দীর্ঘদিন কর্মর'ত ছিলেন। আপরদিকে ছেলের মৃ'ত্যু খবর শুনে হাটাচলা করতে না পারা শয্যাশায়ী পিতা আবুল হোসেন পুত্র বিয়োগের শোক সাম'লাতে না পেরে রাত ৮:৩০ মিনিটে নিজ বাড়িতে বিছানায় মৃ'ত্যু বরণ করেন। পরিবারেরর সদস্যরা জানায় দীর্ঘদিন ধরে তিনি প্রতিবন্ধি হয়ে বিছানায় পড়েছিলেন। বাবা-ছেলের এই আকস্মিক মৃ'ত্যুতে পরিবার সহ এলাকায় বইছে শোকের ছায়া। সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বি'ষয়টি আমি শুনেছি। খুবই বেদনাদায়ক ঘটনা। আল্লাহ তাদের পরিবারের এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুক।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.