বিমল কুমার চক্রবর্তী।।কলকাতা রিপোর্টার।।
জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) হাতে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি নাগরিক।
(৩০ অক্টোবর) মুফতি আবদুল্লাহ আল মাসুদ নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গয়েশপুর থানা পুলিশ। এরপর থানায় নিয়ে তাকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ চলে।
শুক্রবার (৩১ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কাটাগঞ্জ এলাকায় গোপনে অবস্থান করছিলেন আল মাসুদ।
সম্প্রতি তার বেশ কিছু কর্মকাণ্ডে সন্দেহ প্রকাশ করছিলেন স্থানীয় বাসিন্দারা। এর পরই মাসুদের বিরুদ্ধে পুলিশে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জানতে পারে ভিসা শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন আল মাসুদ।
যেহেতু তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই পুলিশ তাকে একজন অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
বিষয়টি সামনে আসার পরই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে কলকাতা পুলিশের তরফে সরকারি কোনো বিবৃতি দেওয়া হয়নি