নগর সংবাদ।।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত হতে হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ইউএনডিপির কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক ‘মাই কনস্টিটিউয়েন্সি’ এপটির মাধ্যমে সবাই উপকৃত হবে। অ্যাপের মাধ্যমে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্যাদি পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, পানি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ সুবিধা, কৃষি, শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক খাতের তথ্যাদি এতে এলাকাভিত্তিক সন্নিবেশিত থাকবে। অ্যাডভাইজরি গ্রুপ এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে সহায়তা করবেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এপটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত হতে হবে। যথাযথ ব্যবহারের মাধ্যমে ‘মাই কনস্টিটিউয়েন্সি’ এপটিকে জনপ্রিয় করে তুললে এটি এলাকাভিত্তিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে ।
‘মাই কনস্টিটিউয়েন্সি’ এপটির এডভাইজরি গ্রুপের আহ্বায়ক ড. মো. আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর ইমাম, নারায়ণ চন্দ্র চন্দ, আ ফ ম রুহুল হক, আনোয়ারুল আবেদীন খান, এস এম শাহজাদা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, প্রাণ গোপাল দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাদওয়ান মুজিব সিদ্দিক ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জিও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ ভান নায়েনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।