প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২২, ৬:৫৬ পূর্বাহ্ণ
জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী মসৎজীবি লীগের উদ্যাগে আলোচনা সভা
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী মসৎজীবি লীগের উদ্যাগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বাদ মাগরিব আওয়ামী মসৎজীবি লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী মসৎজীবি লীগের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মো:নূর হোসেননের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মসৎজীবি লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য সাংগঠনিক সম্পাদক মো: জানে আলম সেলিম ,সন্চালনায় ছিলেন মহানগর আওয়ামী মসৎজীবি লীগের সদস্য সচিব মো:জনি খান,
এসময় প্রধান অতিথির বক্তব্যে জানে আলম সেলিম বলেন এই নারায়ণগঞ্জে আওয়ামীলীগের জন্ম। এই নারায়ণগঞ্জকে সংগঠিত করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী মসৎজীবি লীগের যুগ্ন সাধারণ সম্পাদক , আনিসুজ্জামাল জুয়েল, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা নেতা ও অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.