চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী জায়গার সীমানা পরিমাপকে ঘিরে শ্যামল চৌধুরী (৬০) নামে একজনের মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ইশান মহাজন রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জায়গার সীমানা পরিমাপকে ঘিরে শ্যামল চৌধুরী স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।