প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২২, ২:৪৫ পূর্বাহ্ণ
জমে উঠেছে নাসিক নির্বাচনি আমেজ – প্রচারনায় এগিয়ে ১৩ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃরবিন হোসেন।
জমে উঠেছে নাসিক নির্বাচনি আমেজ - প্রচারনায় এগিয়ে ১৩ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃরবিন হোসেন।
নারায়নগন্জ সিটিকর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃরবিন হোসেন প্রচার প্রচারনায় জন সমর্থনে এগিয়ে রয়েছেন,ঈর্ষানিত হয়ে আমলাপাড়াষ্হ নির্বাচনি প্রচার ক্যাম্পটি ভাংচুর করেন , নির্বাচনঅফিসে লিখিত অভিযোগ।
জমে উঠেছে নারায়নগন্জ সিটিকর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃরবিন হোসেন একজন সৎ ধার্মিক জনদরদী মানুষ, প্রচারনায় এগিয়ে আছেন, এ কারনে প্রতিদন্ধী প্রার্থীরা বিভিন্ন সময় পোষ্টারে উপরে পোষ্টার লাগানো,ও নির্বাচনি ক্যাম্প ভাংচুর করেন,এ ব্যাপারে নারায়নগন্জ নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন
রবিন হোসেন বলেন আমার মার্কা "ঘুড়ি " ১৩ নং ওয়ার্ড বাসী আমাকে ভালোবাসেন ভোটারদের ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়েই আমার প্রচারনা ক্যাম্প টি ভাংচুর করেন,আল্লাহ পাক চাইলে " আমার ১৩ং ওয়ার্ড বাসী ভালোবাসার প্রমাণ দিবে ১৬ জানুয়ারি ভোটের মাধ্যমে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.