মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
নীলফামারীর জলঢাকায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন নতুন করে আরো ২৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এনিয়ে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৯৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। গতকাল পৌরসভার চেরেঙ্গা বটতলীতে নতুন করে ২৬টি ঘরের বিপরীতে ২’শ ৫০টি আবেদন যাচাই বাচাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, সার্বেয়ার তারিকুল ইসলাম তারেক, পৌর ভুমি সহকারী কর্মকর্তা সুধাংশু কুমার রায়, কাউন্সিলর রঞ্জিত কুমার রায় ও জিয়াউর রহমান প্রমুখ। ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ স্লোগানটি বাস্তবে রূপ দিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশের ন্যায় জলঢাকা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের কবুলিয়ত সম্পাদন, নামজারি খতিয়ান ও হস্তান্তরিত ঘরের সনদপত্র প্রদান করা হবে।