জলপাইগুড়ির নিখোঁজ কিশোরীকে ত্রিপুরা থেকে উদ্ধার করেছে পুলিশ-বাংলাদেশি যুবক ও নারীকে গ্রেফতার
সুব্রত চক্রবর্তী (ভারত)
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে ওই কিশোরীসহ আটককৃতদের মাখ্যাগুড়িতে নিয়ে আসে পুলিশ। জানা গেছে, কিশোরীর বয়স ১৬ বছর। গত ২৭ আগস্ট তেলিপাড়ার এলাকার বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয় সে। পরদিন ২৮ আগস্ট কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান পরিবারের সদস্যরা।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, আসামের গুয়াহাটির একটি হোটেলে রয়েছে নিখোঁজ কিশোরী। তার সঙ্গে রয়েছে বাংলাদেশের এক যুবক ও নারী। তাদের বাংলাদেশের পাসপোর্ট জমা রয়েছে হোটেলে। তিনজন ত্রিপুরা হয়ে বাংলাদেশ চলে যেতে পারে বলে ত্রিপুরা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ গত ৩০ আগস্ট অর্থাৎ বুধবার ওই কিশোরীসহ দু’জনকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আটক করে।
৩১ আগস্ট বৃহস্পতিবার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ত্রিপুরা পৌঁছালে তাদের হাতে তিনজনকে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার তিন জনের ২ দিনের ট্রানজিট রিমান্ড করানো হয়।
আটককৃতরা হলেন– মোহম্মদ আবু সুফিন ও রুবা আক্তার। আবু সুফিনের বয়স ২২ এবং রুবার ২৩ বছর। ফেসবুকে রুবা আক্তারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওই কিশোরীর। ত্রিপুরা থেকে বাংলাদেশ চলে যাওয়ার চেষ্টা করে তিনজন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।