ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের জলাশয়ে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪)। তারা বাড়িখলা দক্ষিণপাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুলের মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় একটি ফুটবল নিয়ে খেলছিল তারা। পরে তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের খোঁজে মাইকিং শুরু করেন স্বজনরা। পরে বাড়ির পাশের জলাশয়ে ফুটবল ভাসতে দেখে পানিতে তল্লাশি করে তাদের মরদেহ উদ্ধার করে।
লাউরফতেহপুর ইউনিয়নের নারী সদস্য (সংরক্ষিত) ইসমত আরা জাহান জানান, দুই শিশুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাড়িতেই রয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।