রবিন হোসেন এর পহ্ম থেকে গলাচিপার যুবক অয়ন এবং তার বন্ধু মহল কে করোনা মোকাবেলায় মাস্ক উপহার। জাগ্রত নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ রবিন হোসেন এর পহ্ম থেকে গলাচিপার যুবক অয়ন এবং তার বন্ধু মহল কে মাস্ক উপহার দেন।
এসময় জাগ্রত নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ রবিন হোসেন বলেন গলাচিপার সর্বস্তরের জনগণদের মাঝে বিতরণের মাধ্যমে করোনা মোকাবেলা করতে হবে,এবং এই সাথে আরও বলেন কোনভাবেই আতংকিত হওয়া যাবে না আমাদের,
জনসচেতনতার মাধ্যমেই আমরা এই মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো ইন শা আল্লাহ। সবাই ঘরে থাকবেন,সুস্থ থাকবেন। অযথা ঘর থেকে বের হওয়া নয় বরং লকডাউন এর বিধিনিষেধ মেনে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘরে বসে সাহায্য করুন।
—মোঃ রবিন হোসেন, সভাপতি- জাগ্রত নারায়ণগঞ্জ