প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ
“জাগ্রত নারায়ণগঞ্জ “রমজান জুড়ে মাসব্যাপী ইফতার কর্মসূচি অনুষ্ঠিত ।সকল সদস্যদের প্রতি সভাপতির কৃতজ্ঞতা||
নগর সংবাদ।।বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠনের অন্যতম নাম জাগ্রত নারায়ণগঞ্জউক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, গরীব দুখীর প্রানের মানুষ জননেতা মোঃ রবিন হোসেন।
নিজ উদ্যোগে "জাগ্রত নারায়ণগঞ্জ "সকল দের নিয়ে পবিএ রমজান মাসে ইফতারে খিচুরী ,বিরানী,কাচ্চি বিরানী নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ গন্জের, চাষাড়া, কালীর বাজার ,২নং রেল গেইট, বাবুরাইল, হাজীগন্জ, কিল্লার পুল, টার্মিনাল লন্চ ঘাট ,বন্দরের নবীগন্জ ,কাইতাখালী, সদর আমলাপাড়া, কলেজ রোড ,এলাকায় ইফতার বিতরন করেন। উক্ত সংগঠনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে জনসাধারণ এর মাঝে রোজাদার দেরইফতার, পানি,শরবত ,মাক্স বিতরন করেন। এরা হলেন বন্দর থানা কমিটির সভাপতি মোহাম্মদ সজীব , সাধারন সম্পাদক জুম্মান হোসেন, সহ সভাপতি শরিফ হোসেন,রোমান,ফেরদৌস ,শুয়ায়েব ইসলাম তানভীর,মোহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাজ দেওয়ান ,মাসুদুর রহমান আবৃও,সাইফুর রহমান সানি ,আহম্মেদ আলী চমক দপ্তর সম্পাদক, রিংকু,ক্রীড়া সম্পাদক নাসিম ,কার্যকরী সদস্য তানভীর রহমান ,বিজয় দাস, সোহেল |
তথ্যসম্পাদক অয়ন,,ও দ্বীপ সহ সদস্য গন
তথ্য সম্পাদকঃঅয়ন তথ্য সম্পাদকঃদ্বীপ সদস্যঃ রাকিব,নাজমুল,মনা-রাকিব সানি,শামিম,তানভীর,মীর রাকিব,মোঃ মাইনুল হক প্রিন্স ,মোঃ শাওন,মোঃ আবির খাঁন,১৭ নং ওয়ার্ডে ছিলেন,সভাপতি, মোঃ সজীব দেওয়ান,সহ সভাপতি-মোঃ রাকীব খাঁন, মোঃ রন্জু,সাধারন সম্পাদক -সৈয়দ তালহা,যুগ্ম সাধারন সম্পাদক -মোঃ আব্দুর রহমান ফাহিম,মোঃ নিরব হোসাইন,প্রচার সম্পাদক -মোঃ নিক্সন আলী,কার্যকরী সদস্য -মীর রাকিব,খোকা সাহা,মোঃ হামিম,মোঃ রাকীব দেওয়ান,সভাপতি -বাইজিদ আহম্মেদ তাইফুর, সিনিয়র সভাপতি -মেহেদি খাঁন, সহ সভাপতি -মোঃআজিজ,মোঃ ইমরান, সাধারন সম্পাদক -মোঃ তৌসিফ রহমান অনিক,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিয়াম, মোঃ সিফাত, আমিনুল ইসলাম, সাংগঠন সম্পাদক -মোঃ মিঠু, মোঃ রিয়াদ, মোঃ-নাঈম, দপ্তর সম্পাদক মোঃ-শোভন, কার্যকরী সদস্য -সিয়াম, মোঃ-সিরাজ, মোঃ-মাঈনুদ্দীন ,মোঃ-ফাহিম, মোঃ-সম্রাট প্রমুখ।জাহিদুল ইসলাম পলাশ (সভাপতি),সাইফুল ইসলাম শিহাব (সহ সভাপতি), খালেদ মাহমুদ (সাধারন সম্পাদক), আরিফুল ইসলাম (যুগ্ন সাধারন সম্পাদক), শেখ মোহাম্মদ রিফাত (প্রচার সম্পাদক), রাফিন আহমেদ নিলয় (কার্যকরী সদস্য), মোঃ রবিন (সদস্য),আজিজুল ইসলাম রাতুল (সদস্য),রায়হান কবির রোহান (সদস্য) প্রমুখ।এছাড়া সকল সদস্যদের প্রতি কৃতঙ্গতা ভালোবাসা রইলো মানব দরদী জননেতা রবিন হোসেন দেশের করোনাভাইরাস লকডাউন থেকে শুরু করে নিজ অর্থায়নে নারায়ণগঞ্জ মানুষ যখন লকডাউনে কর্মহীন হয়ে পড়ে ঠিক তখনি রবিন হোসেন এান সামগ্রী নিয়ে পাশে দাড়ায়।সাধারন মানুষ বলে রবিন হোসেন একজন সাদা মনের মানুষ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.