নগর সংবাদ রিপোর্ট।। মাকে ভালোবাসতে কোন দিন লাগে না।মায়ের ভালবাসা যতদিন পৃথিবী ময়।প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বাংলাদেশে মা দিবস উদযাপিত হয়। মাকে যথাযথ সম্মান দেওয়াই হল মা দিবসের মূল উদ্দেশ্য, দিবস টি উপলক্ষে বাংলাদেশের ভিবিন্ন সংগঠন নানা অনুস্ঠানের আয়োজন করেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ মাকে ভালোবাসা জানিয়েছেন,বহুদেশে কেক কেটে মা দিবস উদযাপন করেন। বাংলাদেশে জনপ্রিয় সামাজিক সংগঠন “জাগ্রত নারায়ণগঞ্জ “প্রতিস্ঠাতা সভাপতি-জননেতা রবিন হোসেন মাকে বিনম্র শ্রদ্ধা জানান।