শোক দিবস উপলক্ষে ফতুল্লায় শরীফ হোসেনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফতুল্লায় আওয়ামী যুবলীগ ও সহয্গেী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগ নেতা মোঃ শরীফ হোসেন। আলোচনা সভায় এমপি শামীম ওসমান আক্ষেপ করে বলেন, ‘যে মানুষটা স্বাধীনতা আনলেন, সেই মানুষটাকে আমরা মেরে ফেললাম; তার পুরো বংশকে আমরা মেরে ফেললাম! এত অকৃতজ্ঞ জাতি আমরা? আমার লজ্জা লাগে। আমাদের তো রাজনীতি করার কথাই না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ জাপানের চেয়ে বেশি উন্নত হতো। জাপানে কি এমন মিটিং-মিছিল হয়? তারা তো কাজ করতে করতেই সময় পায় না। সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বে এক নম্বার। বঙ্গবন্ধু থাকলে আমরাও দেশটাকে ওই স্থানে নিয়ে যেতে পারতাম।’ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নজরুল ইসলাম, মামুন চৌধুরী, সেলিম বেপারী, আলী নূর।