প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৪, ১:৫৮ পূর্বাহ্ণ
জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন জানিয়েছেন পুনরায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন জানিয়েছেন পুনরায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
- মাহবুব আলমঃ
আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দেশনেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব অভিনন্দন বার্তায় বলেছেন, বাংলাদেশের জনগণের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে চান । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দনবার্তা পাঠানো আন্তোনিও গুতেরেস এর পক্ষ থেকে । এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের (বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কর্মীর) মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ ছিলো এবং থাকবেও এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন । আন্তোনিও গুতেরেস আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বড় অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রচেষ্টা সহ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করছি। আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মতো যেসব উচ্চাভিলাষী লক্ষ্য আমরা নিয়েছি, সেসব বিষয়ে আগের মতো আপনার অব্যাহত সমর্থন আমরা পাব।’
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.