নগর সংবাদ।। রিপোর্টার কলকাতা সমরেশ রায় ,,জাতীয় কংগ্রেসর 137 তম প্রতিষ্ঠা দিবসে, প্রতিবাদ মিছিল করলেন, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস, কংগ্রেস কর্মীরা নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে জমায়েত হন, এবং নেতাজি মেট্রো ভবন থেকে সেখান থেকে মিছিল করে 40 থেকে 50 জন কংগ্রেস কর্মী, রবীন্দ্র সদন, এক্সাইড মোড় হয়ে ইন্দ্রা গান্ধী মূর্তির সামনে এসে করেন , ইন্দিরা গান্ধী মূর্তিতে ফুল দিয়ে তারা সংক্ষিপ্ত বক্তৃতা দেন এই বক্তৃতার মধ্যে ছিল, কলকাতা পৌরসভা নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়নি, ছাপ্পা, প্রক্সি ,বুথ দখল ,আশ্রয়ে এই জয়ের শপথ গ্রহণ বয়কট করার ডাক , মেয়র হিসেবে পুনরায় নতুনভাবে শপথ নেবেন মাননীয় ববি হাকিম মহাশয় কলকাতা পৌরসভায়।
এই শপথ গ্রহণ কেই বয়কট করার আহবান জানান ,তারা বলেন কংগ্রেস 137 বছর ধরে এই ভাবে একটু একটু করে এগিয়ে চলেছে, তারা লুট করে কোনদিন ভোট নেইনা, কোনদিন দেখি না এইভাবে ভোট লুট হতে এবং প্রক্সি ভোট দিতে , প্রক্সি ভোটে জিতে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, নিজেদের জয় ছিনিয়ে নিয়েছেন।
তাই আমরা এর প্রতিবাদ করছি , সাধারণ মানুষকে ন্যায্য ভাবে ভোট দিতে দেয়নি, তাই পৌরসভায় আজ শপথ গ্রহণের দিনে যেন অন্যান্য দলের কর্মীরা বয়কটে শামিল হন । রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়