জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক নুর ইসলাম নোবেলঃ
জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক নুর ইসলাম নোবেলঃ মোঃআবু তালেব স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার রংপুর ব্যুরো অফিস উদ্বোধন ও বিভাগীয় উপজেলা/জেলা প্রতিনিধি সম্মেলন এ রংপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি ( গঙ্গাচড়া উপজেলা)নির্বাচিত হয়েছে গংগাচড়ার কৃর্তিসন্তান সাংবাদিক নুর ইসলাম নোবেল। সকল সাংবাদিকদের তিনি একযোগে কাজ করার জন্য আহব্বান করেন।সাংবাদিকতা একটি মহান পেশা এই পেশার মান মর্যাদা রক্ষায় সত্যের সন্ধানে আপোষহীন ভাবে তিনি তার লিখনি অব্যাহত রাখবেন বলে জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ জনাব আলহাজ্ব মোঃমোস্তাফিজার রহমান মোস্তাফা(মেয়র,রংপুর সিটি কর্পোরেশন,রংপুর),জনাব মোঃআমিনুর রহমান চৌধুরী(নির্বাহি সম্পাদক,দৈনিক ডেল্টা টাইমস,ঢাকা),জনাব মোঃবাবলুর রহমান বারী(রংপুর ব্যুরো প্রধান,দৈনিক ডেল্টা টাইমস,রংপুর)জনাব,মীর আনোয়ার আলী(রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক ডেল্টা টাইমস,রংপুর)সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।