মাহমুদুল হাসান চৌহালী।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠান ও উত্তর চৌহালীর তিনটি ইউনিয়নে ৩৭ পরিবারকে জনপ্রতি ১৫ টি করে হাঁস বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চৌহালী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠান ও হাঁস বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মতিউর রহমান, জনস্বাস্থ্য অফিসার মোঃ রিশাজ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো,আমির আলী, তথ্য অফিসার তামান্না হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চৌহালী উপজেলার নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

তিনি আরও বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে প্রান্তিক খামারিদের উৎসাহিত করতে বিনামূল্যে হাঁস বিতরণ একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে আরও বেশি তুলে ধরা সম্ভব হচ্ছে। তিনি বলেন, হাঁস পালন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ, যা অল্প খরচে দ্রুত আয় নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, সরকারিভাবে বিনামূল্যে হাঁস বিতরণ প্রান্তিক ও অসচ্ছল খামারিদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। এতে করে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রাণিসম্পদ দপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশিক্ষণ ও নিয়মিত পরামর্শ প্রদান অব্যাহত থাকলে খামারিরা আরও উপকৃত হবেন। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।