তোমার আমার বাংলাদেশে’ ভোট দিবো মিলেমিশে’-এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চৌহালীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও ) মো: জুয়েল মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, উপজেলা ভেটেনারি সার্জন ডা: সাহেদুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম হোসেন, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, নির্বাচন অফিসের বাহারুল ইসলাম, বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম বিএসসি, শিক্ষক ছরোয়ার হোসেন, সেরাজুল আলম,খন্দকার আল আমিন, ফিরোজ শাহ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, স্কাউটের সম্পাদক মো; আলী আকবর মাষ্টার ও শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ৷ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।