প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলহাজ্ব কাউসার আহাম্মেদ পলাশ এর নেতৃত্বে ট্রাক র্যালী অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকের মাসের শেষ দিন আলহাজ্ব কাউসার আহাম্মেদ পলাশ এর নেতৃত্বে ট্রাক র্যালী অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহাম্মেদ পলাশ এর নেতৃত্বে ট্রাক র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৩১ আগষ্ট) বিকেল ৪ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন আলীগঞ্জ এলাকা থেকে শোক র্যালীটি বের হয়ে নগরীর নীতাইগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আলীগঞ্জে এসে শেষ হয়। র্যালী শুরুর প্রাক্কালে আলহাজ্ব কাউসার আহাম্মেদ পলাশ সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন,
আজ ৩১ আগষ্ট, শোকের মাসের শেষ দিন। তাই বলে বঙ্গবন্ধুকে হারানোর শোক শেষ হয়ে যায়নি। বরং এই শোক আমাদের মধ্যে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত বহমান থাকবে। এ সময় কাউসার আহাম্মেদ পলাশ উপস্থিত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন। ৭৫ এ বঙ্গবন্ধুকে যারা স্বপরিবারে হত্যা করেছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার হটাতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। মনে রাখবেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ণ ও অগ্রগতি থেমে যাবে।
সুতরাং ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সভাপতি হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি এস এম হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, কুতুবপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.