প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২১, ২:৪৮ পূর্বাহ্ণ
জাতীয় পার্টির তুখোড় নেতা বাবুল হোসেনের আদর্শ স্বরন করে ভাতিজা রবিন হোসেন জাতীয় পার্টি সমর্থন করেন।
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ এক সময়ের তুখোড় জাতীয় পার্টি নেতা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠা বিপ্লবী, সাধারন মানুষের প্রিয় ভাজন গন মানুষের নেতা। মরুহুম বাবুল হোসেন বিগত -প্রায় ২যুগ পূর্বে জাতীয় পার্টিতে যোগদান করে নিজেকে বিলিয়ে দিয়েছেন। নিয়ে গেছেন আততায়ী সন্রাসীদের হাতে নির্মম শাহাদাৎ বরন করেন।
জানাযায়, নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন কে,বি সাহা বাইলেন এলাকার মৃতঃ কালু হোসেনের কনিষ্ঠ পুএ তরুন বয়সে অসহায় নিরিহ মানুষের সেবা করে ছিলেন সর্ব সময় ।যুবক বয়সে জাতীয় পার্টিতে যোগদান করেন। সে সময় আমলাপাড়া কে,বি,সাহা বাইলেন এলাকার প্রভাবশালী পরিবার গং ছিল ।
বি,এন,পির সমর্থন কারী একমাএ বাবুল হোসেন ছিলেন জাতীয় পার্টির সমর্থন কারী ত্যাগী নেতা। এটাই তার জীবনে কাল হয়েছে তাই পরিকল্পিত ভাবে চিন্হিত সন্রাসী রা কালীর বাজারে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করে।
চেয়েছিল বি,এন ,পির এলাকা থেকে চিরতরে জাতীয় পার্টির নাম নিশানা মুছে দিবে ।কিন্তু তা আর হয়নি (ধর্মের কল বাতাসে নড়ে উঠে)তার ধারা বাহিকতায় জাতীয় পার্টি ত্যাগী নেতা বাবুল হোসেনের উওরশুরী আপন বড় ভাই ফরিদ হোসেন এর ঘরে আল্লাহ পাক দান করেন রবিন হোসেনকে।
রবিন হোসেন তরুন বয়সে পড়াশুনার পাশাপাশি মানুষের সেবা করে বেড়ান।যুবক বয়সে ব্যবসার পাশাপাশি আপন চাচা বাবুল হোসেনের আদর্শ স্বরন করে জাতীয় পার্টিতে যোগদান করেন ।সাধারন মানুষের পছন্দের মানুষ জাতীয় পার্টি নেতা রবিন হোসেন ।
যার ভাবনা একমাএ মানুষের সেবা করা ।বিগত সময়ে করোনা ভাইরাস (লকডাউন) যখন মানুষ কর্মহীন ঠিক তখনি জননেতা দানবীর করোনা যোদ্ধা সম্মাননা প্রাপ্ত রবিন হোসেন চাচা বাবুল হোসেনের মত গর্জে উঠে হাজার হাজার মানুষের মাঝে নিজ অর্থায়নে চাল,ডাল,তেল,চিনি,লবন,সহ নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। এখনো রোজা,ঈদ ,ইফতার ,ঈদ সামগ্রী সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ।
রবিন হোসেন বলেন,যতদিন বেচেঁ থাকবো মানুষের খেদমত যেন করে যেতে পারি ।জনসাধারণ বলেন,আল্লাহ পাক রবিন হোসেনের হায়াত দানও সুস্থ রাখেন, আমিন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.