মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।।
নীলফামারীকে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ১০০(বঙ্গবন্ধু ধান) এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল। জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছি এলাকায় কৃষক শফিকুল ইসলামের উঠানে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বিশেষ অতিথি ছিলেন এতে। ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম’ প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবসে ব্রি-ধান ১০০ এর চাষ অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক শফিকুল ইসলাম।