সোমবার ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৮
শিরোনামঃ
সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গভীর শোক। গুমের শিকার ৬৮ শতাংশ বিএনপির, ২২ শতাংশ জামায়াত-শিবিরের। জিয়া পরিবার দেশের মানুষের ভোটাধিকার ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে- অধ্যাপক মামুন। নীলফামারী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ  নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত-মামুনুল হক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারা। নারায়ণগঞ্জের ৫ আসনে বৈধ ঘোষণা ৪০ জন, ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা। নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনীত প্রার্থী সেলিম আহমেদের মনোনয়ন বাতিল, কমিশনে আপিলের ঘোষণা। পদ ফিরে পেলেন উপজেলা  বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ বাবুল সরকার নারায়ণগঞ্জে ভুয়া ডিবি আটক করে এলাকাবাসী ধনধোলাই করে পুলিশে সোপর্দ।।

জিয়া পরিবার দেশের মানুষের ভোটাধিকার ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে- অধ্যাপক মামুন।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ
  • ৭ ০৯ বার দেখা হয়েছে

জিয়া পরিবার দেশের মানুষের ভোটাধিকার ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে-
অধ্যাপক মামুন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশের সাধারণ মানুষ যদি চায়, তবে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে এবং আরেক সন্তান আরাফাত রহমান কোকো নির্যাতিত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। তিনি আরও বলেন, এই পরিবারের ত্যাগের ইতিহাস বিশাল। তাই যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার শান্তি কামনার পাশাপাশি যারা জীবিত আছেন এবং যাদের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, সেই তারেক রহমান ও তাঁর পরিবারের জন্যও আমাদের দোয়া করতে হবে।

সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, আমরা বাংলাদেশে তিনটি বড় জানাজা দেখেছি। একটি ছিল শহীদ জিয়ার জানাজা, যা এক সময় বিশ্বের অন্যতম বড় জানাজা হিসেবে স্বীকৃত ছিল। আর গত ৩১ ডিসেম্বর আমরা দেখলাম আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। সেখানে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে তিনি কত জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষের মুখে মুখে এখন এটিই বিশ্বের সবচাইতে বড় জানাজা হিসেবে আলোচিত হচ্ছে।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন ও রাজা মিয়া, নূর উদ্দিন সাগর, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুল আলম, যুবদল নেতা রাসেদুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম ঝিমি ও জহিরুল ইসলাম অমি প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell