প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৪, ৫:৩৪ পূর্বাহ্ণ
জীবন ও অনিকের উদ্যোগ ১৬নং ওয়ার্ডের মিছিল।
জীবন ও অনিকের উদ্যোগ ১৬নং ওয়ার্ডের মিছিল।
আহম্মেদ কাউসারের নির্দেশনায় অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক জীবন ও ১৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আহম্মেদ অনিকের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে যুবলীগ নেতা আহম্মেদ কাউসারের সাথে যোগদান করেন।উক্ত মিছিলে ১৬নং ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী নিয়ে মূল মিছিলে যোগদান করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরমান,মোবারক হোসেন ইদু,রনি,রিদয়,সাফিন আরও অনেকে। এসময় ছাত্রলীগ নেতা অনিকের সাথে ১৬নং ওয়ার্ডের প্রায় দেড় থেকে দুইশতাধিক নেতা-কর্মী আসেন।এসময় উপস্থিত ছিল ছাত্রলীগ নেতা জয়,আলভি,ইমন,সানলি,সোয়েব সহ আরও অনেকে। এসময় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জীবন বলেন,আমরা সবসময় আহম্মেদ কাউসার ভাইয়ের নির্দেশনায় অয়ন ওসমানের নেতৃত্ব সবসময়ই ঐক্যবদ্ধ ছিলাম,আছি এবং থাকব ইনশাআল্লাহ। অয়ন ওসমানের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ ও দেশের উন্নয়ন মূলক সকল কাজে এবং সকল অপশক্তিদের বিপক্ষে সামনে থেকে মোকাবিলা করেছে এবং এই নির্বাচনে যদি তারা কোন ব্যাঘাত ঘটাতে চায়,তাহলে আমরা তা যেকোনো মুল্যে প্রতিহত করব ইনশাআল্লাহ। ছাত্রলীগ নেতা আহম্মেদ অনিক বলেন, কাউসার ভাইয়ের নেতৃনেতৃত্বে আমরা সবসময় প্রস্তুত আছি এবং আগামীতেও আমরা একসাথে থেকে আহম্মেদ কাউসার ভাইয়ের হাতকে ও অয়ন ওসমানের হাতকে শক্তিশালী করতে প্রস্তুত আছি সবসময়।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.