জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে’র বিশেষ অভিযানে ২২ বোতল বিদেশী মদ সহ চিহ্নিত মাদক চোরাচালানকারী ব্যবসায়ী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে (একজনকে)। প্রেস রিলিজ এর প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশেষ গ্রেফতার অভিযানে রবিবার (২৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এস আই শেখ আবু হাসান, এ এস আই নাজমুল ইসলাম, এ এস আই আজাহারুল ইসলাম সহ সমন্বিত টিম গঠিত একটা চৌকস অভিযানিক টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৫:১০ ঘটিকায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া এলাকায় জনৈক সেলিম এর বাঁশ বাগানের ভিতর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আব্দুল বারিক (২০), পিতা- শহিদুল ইসলাম, সাং- অগ্রভুলট, থানা- শার্শা, জেলা-যশোরকে ২২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করতে সক্ষম হন । উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ১,১০,০০০/= টাকা প্রায় । এ সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয় এ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। উক্ত বিষয়ে জানতে থানার অফিসার ইনচার্জ ডিবি যশোরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান যেহেতু বেলাপোল থানা এলাকাটি বর্ডার অধ্যুষিত সেহেতু ডিবির অসি রুপণ কুমার সরকার,পিপিএম (বার) ওসি ডিবি তার বিশেষ অভিযানিক টিম সর্বদা অতন্দ্র প্রহরীর ন্যায় মাদক চোরাচালান রোধে তৎপর । কিশোরগঞ্জ জেলার এই দক্ষ অফিসার অসি রুপণ কুমার সরকার,পিপিএম (বার) অত্যন্ত দক্ষতার সহিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত দায়ীত্ব সফলতার সহিত সম্পাদন করে যাচ্ছেন।