রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:২৪
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ

জেলা থেকে শহর প্রতিটি এলাকা জলের তলায়, এলাকাবাসী বলেন, সুরাহা কবে হবে।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ
  • ৪৯ ০৯ বার দেখা হয়েছে

জেলা থেকে শহর প্রতিটি এলাকা জলের তলায়, এলাকাবাসী বলেন, সুরাহা কবে হবে।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

২৬ শে জুলাই শনিবার, কয়েকদিনের টানা বৃষ্টিতে, জেলা থেকে শহর কোথাও বাদ পরলো না, বৃষ্টির জলে এলাকা ভাসলো, সাধারণ মানুষ ঘরবন্দী, অফিসযাত্রীরা বিপাকে, এই ভাবেই চলছে প্রতি বছর মানুষের নির্যাতন, সরকারি তরফ থেকে জল নিকাশির ব্যবস্থা হলেও, কোনো কাজে লাগে না,

একটু বৃষ্টি হলেই টাকা ডুবে বাড়ির মধ্যে জল ঢুকে যায়, পরিবারের লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ফলের মধ্যে দিন কাটান। তাহারা বলেন, কবে যে এর থেকে আমরা নিষ্কৃতি পাব, আদ্যও পাবো কিনা জানিনা,

এই জল জমে জিনিসপত্র পৌঁছে এলাকা দূষিত হতে থাকে, হাওড়া, সালকিয়া, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি, সেন্ট্রাল, বরানগর, প্রভৃতি এলাকা বৃষ্টি হলেই জলের তলায়, এলাকাবাসীকে এই জলের মধ্য দিয়ে কোন ভাবে চলাচল করতে হয়, বিপদের মধ্য দিয়ে,

এমন কি বৃষ্টি হলে রাস্তায় জল জমলে অটো চালাকরাও গাড়ি চালাতে চায় না। রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষ আরো বিপাকে, প্রতিটি এলাকায় হাঁটুর উপর জল জমে যায় সাধারণ মানুষ কোন ভাবে তল পেরিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন, অনেকেই বলেন,

পৌরসভা থেকে ড্রেনের কাজ সেইভাবে না করায়, কিছু এলাকায় ড্রেন বন্ধ হয়ে রয়েছে।, বৃষ্টি হলে জল যেতে না পারলে ডেলের মধ্য দিয়ে ঠেলে এলাকা ভাসিয়ে দেয়।, আরেকজন বলেন আমি বিয়ে হওয়ার আশা থেকেই একই রকম অবস্থা দেখছি। কোন উন্নতি দেখতে পাই না।

এলাকাবাসীর হাট বাজার করতেও অসুবিধে হচ্ছে। কিছু কিছু জায়গায় মেশিনের সাহায্যে জল বের করলেও, অন্যান্য এলাকায় তারও ব্যবস্থা নাই।, ফলে বেশ কয়েকদিন ধরে জল জমে থাকে, এবং এই জল জমে থাকার ফলে এলাকায় দুর্গন্ধ দেখা যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell