মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
আজ সোমবার ১৭ ফেব্রুয়ারী সকালে নীলফামারী জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোর্শেদ আলম। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, নীলফামারী মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ রেজাউল করিম, ইন্সপেক্টর (সশস্ত্র), পুলিশ লাইন্স, নীলফামারী। মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।