জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত তারুণ্যের উৎসবে অংশগ্রহণকারীদের জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ বই প্রদান
সাদ্দাম হোসেন মির্জা –
সৃজনশীল লেখকদের নিয়ে গড়ে উঠা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারুণ্যের উৎসব-২০২৫ -এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বই উপহার দেন । ২৭ জুলাই রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে এ বই লাইব্রেরীয়ানের হাতে তুলে দেওয়া হয়। সে সময় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা,
কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য কবি আবুল কালাম আজাদ, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি এ. এস. এম. এনামুল হক প্রিন্স ও মোঃ সাদ্দাম হোসেন মীর্জা উপস্থিত ছিলেন । এছাড়াও সে সময় কবি মুজিবুল হক কবীর -এর অনুবাদ গ্রন্থ বুট পড়া পুসি, কবি শফিক আরজু লেখা কবিতার বই এই দিগন্ত, কবি এনামুল হক প্রিন্স -এর কবিতার বই জোছনা ছুঁয়ে যায়, কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ান এর ছড়াগ্রন্থ টেংরা মাছের বিয়ে, এম শাহজাহান -এর উপন্যাস বেদনার বালুচর বই গুলো লাইব্রেরীয়ানে হাতে তুলে দেওয়া হয়। এ সময় কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু সংগঠনের মুখপাত্র কাব্যছন্দ সাহিত্য সাময়িকী লিটল ম্যাগাজিন লাইব্রেরীয়াকে সৌজন্য সংখ্যা প্রদান করেন। বই হস্তান্তর কালে নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র সকলের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং পাঠক তৈরিতে লেখকদের ভূমিকা বিষয় আলোচনা করেন।