জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন পালিত হলো।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
৯মে শুরুবার, ঠিক সকাল ৯ টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে সম্মান ঞ্জাপন করেন, বিধায়ক দেবাশীষ কুমার, সাংসদ মালা রায় , মন্ত্রী শশী পাঁজা, বিবেক গুপ্তা, উপস্থিত হন সুকান্ত মজুমদার, তাপস রায়,
তমাগ্ন ঘোষ, কমরেড বিমান বসু, মহ: সেলিম, স্মিতা বক্সী সহ অন্যান্যরা, এছাড়াও মাল্যদান করেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা, শিল্পীরা। সকাল থেকেই কবিগুরুকে স্মরণ করে একের পর এক কবিতা,নাচ ,গান ও আড্ডায় রবীন্দ্রনাথ ঠাকুর কে স্মরণ করলেন শিল্পী ও কবিরা,
এবং এই উপলক্ষে চলছে মেলা ও প্রদর্শনী, রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণীয় কিছু স্মৃতি দেখার সুযোগ করে দেন কয়েক দিন।যাহাতে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাবহিত জিনিষ দেখতে পান, মন্ত্রী ও বিশিষ্ট অতিথিরা সংবাদ মাধ্যমের মূখোমুখি হলে একটা কথায় আগে উঠে আসে ভারতীয় সেনাবাহিনীর কথা,
যেভাবে পাকিস্তানকে পরাস্ত করে জয়লাভ একের পর এক করে চলেছে, আমরা সেনাদের স্বাগত জানায়, জয় হিন্দ ফৌজ, জয় হিন্দ ভারত,
এর সাথে সাথে আজকের সকল শিল্পী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুগামীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, এই প্রচন্ড গরমেও কবিকে স্মরন করার জন্য, সুকান্ত মজুমদার বিরোধীতা করে বলেন,
আগে কবি গুরুর বাড়ীর সামনে প্যান্ডেল করে সমস্ত প্রোগ্ৰাম হতো, আজ দুবছর যাবৎ বাইরে প্যান্ডেল করে অনুষ্ঠান হচ্ছে,
সমস্ত জায়গায় রাজনীতি আর পার্টি বাজী , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন দিনকেও বাদ দেয় না, কোথাও রাজনীতি করতে বাদ দেন না ।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"