কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস এ , জোড়ো সাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র-ছাত্রী রা বহু প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত তাদের চিত্রগুলি প্রদর্শিত করলেন, বেশ কিছু চিত্র মানুষের মন কেড়ে নিয়েছে। বহুদিন ধরে প্রচেষ্টা করার ফলে আজ তারা ধন্য হয়েছেন এই এক্সিবিশনে তাদের চিত্রগুলি তুলে ধরতে দর্শকদের সামনে,ও চিত্রশিল্পীদের সামনে, প্রায় ৮০০ থেকে হাজার ছবি প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে, বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের চিত্র তুলে ধরেছেন,
এই প্রদর্শনী চলবে এপ্রিলের চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত, প্রতিদিন বারোটা থেকে রাত্রি আটটা। প্রায় ১০০ জনের মত চিত্রশিল্পী এখানে অংশগ্রহণ করেন, কিন্তু অনেকেই সুযোগ না পাওয়ায় তাদের মনে কিছুটা হতাশ হয়ে পরে, কিন্তু করার কিছু নাই, উদ্যোক্তারা জানালেন আমরা চেষ্টা করেছি, রবীন্দ্রভারতীর ছেলে মেয়েদের সুযোগ দিতে, তবে এরপরে আমরা চেষ্টা করব আরো ছাত্র-ছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে আমাদের সাথে, তাদের চিত্র নিয়ে, এটাই আমাদের প্রথম রবীন্দ্রভারতীর ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্র প্রদর্শনী ,তাহারা জানালেন এই প্রদর্শনী করে আমরা ধন্য হয়েছি, যে বেশ কয়েকটি জায়গা থেকে আমাদের ডাক এসেছে ,এই প্রদর্শনীটা যদি অন্য দেশেও করা যায় ,আমরা তাদের মতামত দিয়েছি, অতি অবশ্যই করবো, এতদিন করোনার জন্য আমরা এগোতে পারিনি, তবে মানুষের ডাক পেলে নিশ্চয়ই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ধন্যবাদ জানালেন সকল চিত্রশিল্পীদের তারা যদি একত্রিত না হতো, হয়তো আমরা এইভাবে কোনদিন করতে পারতাম না, সকলের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব, আরো সামনের দিকে ,এই আশা রাখি। সকল ছাত্র-ছাত্রীদের নিয়েই আমরা পথ চলা শুরু করব। বিভিন্ন দেশে ও বিভিন্ন রাজ্যে ,,,। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ... শিল্পী আদিত্য প্রসাদ মিত্র ,অলকানন্দ সেনগুপ্ত, অনিতা চক্রবর্তী, অনিতা দাস চক্রবর্তী,
অঞ্জনা দত্ত, অঙ্কিতা কর্মকার, অরিজিত ভট্টাচারিয়া, অরিন্দম দত্ত, অর্জুন মুখোপাধ্যায়, অর্পিতা বসু, আশিস পাল, অরূপ কুমার বিশ্বাস, অতনু ভট্টাচারিয়া, অভিজিৎ গাঙ্গুলী ,বেলা কর্মকার, ভাস্বতী দত্ত , বিবেকানন্দ মুখার্জি, ভাস্কর ভট্টাচারিয়া, বিনয় দাস, বিজয় চক্রবর্তী, বিপুল বিকাশ মন্ডল, বিরাজ পাল, বিষ্ণুপ্রিয়া অধিকারী, চন্দ্রশেখর দাস, চিত্রাালী মুখোপাধ্যায়, চন্দন দেবনাথ, দিলীপ কুমার শাসমল, দেবিকা মুখার্জি, দেবেন দেয়ান, দীপাঞ্জলি বেরা, ডলি দত্ত ,ডক্টর উদয় শঙ্কর দাস, ডঃ অরুন মজুমদার, গৌরী দত্ত গৌতম সেন গোপীনাথ বসু গোপাল দাস জয়িতা সাহা, জয়ন্ত বোস, ইন্দ্রজিৎ নারায়ণ, কৃষ্ণা ব্যানার্জি, কৃষ্ণেন্দু চক্রবর্তী, মেখলা ভট্টাচারিয়া, মিনতি নাথ, নারায়ণ মন্ডল, নির্মল কান্তি চক্রবর্তী, প্রণব কুমার দাস, পিয়ালী গাঙ্গুলী, পম্পা দাস, পূরবী আচ্চারিয়া, রত্না দাস, রিতা রায়, রত্নাবলী দত্ত, সঙ্গীতা সরকার, টটিনী সেনগুপ্ত রায়, তমালি দাশগুপ্ত, সুমিত কুমার গুহ, শুকতারা বর্ধন ,। সুজাতা পন্ডিত, সুজিত দে ,সুকান্ত দাস, সুজাতা চক্রবর্তী, সুচন্দা পরামানিক,ণ শুভেন্দু দাস, সোমা মাঝি, সোমা দে, সিমা ঘোষ ভট্টাচারিয়া, শাশ্বতী সরকার সহ অন্যান্য চিত্রশিল্পীরা,, অন্যান্য প্রদর্শনী থেকে, এই ছাত্র-ছাত্রীদের প্রদর্শনী একটু অন্য মাত্রা এনে দিয়েছে দর্শকদের ও সকল চিত্রশিল্পীদের......।