প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
টঙ্গী পাড়ার সেই ছেলেটি – মোঃ শাবাজুর রহমান।
নগর সংবাদ।।আশিকুর রহমান, কলমাকান্দা - নেত্রকোনা। টঙ্গী পাড়ার সেই ছেলেটি মোঃ শাবাজুর রহমান
মধুমতি নদীর তীরে টঙ্গী পাড়া গ্রামে, ১৭ মার্চ জন্মেছিল শেখ মুজিবুর নামে। টঙ্গী পাড়ার সেই ছেলেটি বিদ্রোহী যার কণ্ঠ, বাঙ্গালি জাতির অধিকার চেয়ে, কাপিয়ে ছিল সারা মঞ্চ। নিজের জন্য কিছুই ভাবেনি, ভেবেছে জাতির কথা, তারই জন্য পেয়েছি আজ প্রিয় স্বাধীনতা। নিজের জীবন করেছিল দান বাঙ্গালি জাতির তরে, মুছবেনা তার অমর স্মৃতি থাকবে জীবন ভরে। হে বাংলার মহা কবি তোমার যে কবিতা দিয়েছ চির মুক্তির পথ, ভুলবে না কখনও এই বাঙ্গালি ভুলবে না তোমার কথা তুমি হাজার অভিসংবাধিত নেতা। তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি তুমিই বাঙ্গালী জাতীর নেতা। হে বাংলার মহাবীর হে বাংলার সিংহ পুরুষ, তুমি আছ প্রতিটি বাঙ্গালীর হৃদয় জুড়ে। তুমি থাকবে চিরদিন বাংলার এই পথ প্রান্তরে, প্রতিটি বাঙ্গালির অন্তরে অন্তরে। কবি পরিচিতি: কবি শাহাবাজুর রহমান। তিনি কলমাকান্দার পাচউড়া গ্রামে তার মাতুলালয়ে ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: ফজর আলী ও মাতার নাম হাজেরা খাতুন। তিনি এই পর্যন্ত গল্প ,কবিতা,নাটক,উপন্যাস সহ বেশ কয়েকটি হামদ , নাত রচনা করেছেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.