প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১০:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২১, ১১:১৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে (৩)মাস আটকে রেখে গনধর্ষণ -থানায় মামলা।
নগর সংবাদ।।টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে (৩)মাস আটকে রেখে গনধর্ষণ -থানায় মামলা।
আটক রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যেছে। একই সাথে ধর্ষণনের ভিডিও ধারণ করার অভিযোগও পাওয়া গেছে। তবে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সাথে ধর্ষণকারীর প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গেছে। এ ঘটনা প্রেমিক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলো প্রেমিক আবদুল্লাহ আল মামুন (২৮), কামাল (৪৬), নাছের (২৬) ও ফরহাদ (২৭)।
পুলিশ অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করেন । মামলার বাদী ভিকটিম জানান, মজুমদার হাট খালার বাড়িতে থেকে স্কুলে আসা যাওয়ার পথে তার প্রেমিক আবদুল্লাহ আল মামুন সহ তার বন্ধরা মিলে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে সোনাইমুড়ী ছাতারপাইয়া অজ্ঞাত এক বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এখানে এক মাস আটক রাখার পর বাসে উঠিয়ে টাঙ্গাইল জেলার শহিদুপুর নামক স্থানে নিয়া আটক রেখে গণধর্ষণ করে তারা এবং দুই মাস একই বাসায় ভাড়া থাকে। এক পর্যায়ে কৌশলে খালা ও মা বাবার সহায়তায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী পালিয়ে নিজের বাড়িতে আসে এবং গতকাল রবিবার ভিকটিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.