ফতুল্লা প্রতিনিধি।। রবিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরীবাড়ী মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের বাসভবন টাচ্ স্টোন এডুকেশন হোম বার্ষিক পরীক্ষার ফলাফল এবং মেধাবৃত্তিক পুরস্কার প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা সুলতানা শিউলির উপস্থাপনায় ও সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার কাজী মাঈনুদ্দিন. ফতুল্লা থানা বিএনপি নেতা একরামুল কবির মামুন. BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম. দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ডিএম মাইনুদ্দিন দেওয়ান.পঞ্চবটি হাউসিং কমপ্লেক্সের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন অত প্রতিষ্ঠানের শিক্ষিকা মমতাজ আক্তার. ফারজানা স্বর্ণা. তাহামিনা হিমু. অন্তরা হাসান সহ অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধাবৃত্তিক পুরস্কার প্রকাশ করা হয়।
প্লে শ্রেণীর ১ম স্থান আফসানা আক্তার ঔশি. দ্বিতীয় স্থান নুসরাত জাহান রাফিয়া. তৃতীয় স্থান মোহাম্মদ রাইয়ান. প্রি ওয়ান ১ম স্থান বুশরা আক্তার. দ্বিতীয় স্থান তীর্থ দাস. তৃতীয় স্থান রাকাত. প্রথম শ্রেণির ১ম স্থান নাবিয়া সুলতানা. দ্বিতীয় স্থান সোহেলী. তৃতীয় স্থান তাসমিয়া. তৃতীয় শ্রেণীর ১ম স্থান ফালাক. দ্বিতীয় স্থান তাওহীদ. তৃতীয় স্থান আলিয়া. চতুর্থ শ্রেণীর ১ম স্থান রামিজা. দ্বিতীয় স্থান আরাফাত. পঞ্চম শ্রেণীর ১ম স্থান সিহাব আব্দুল্লাহ. দ্বিতীয় স্থান শান্ত চৌধুরী. তৃতীয় স্থান মাষপিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের উ
দ্দেশ্যে বক্তব্য রাখেন মোমেন ইসলাম আজ সকল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং মেধাবৃত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকল অতিথিসহ অভিভাবকদের শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষা জাতির মেরুদন্ড আমরা জাতি হিসেবে এমন এক জাতি ভালো-মন্দ বোঝার বিবেক আমাদের কমে গেছে আমাদেরকে ভালো মন্দ বিষয় বিবেক চিন্তাধারা দিয়ে যাচাই-বাছাই করতে হবে তাই সকলের প্রতি অনুরোধ রইলো এই অর্থ প্রতিষ্ঠানের আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ভালো মন্দ বিষয়গুলো অভিভাবকরা যাচাই-বাছাই করে আপনার সন্তানদেরকে ভর্তি করবেন আপনার সন্তান যেন মানুষের মতন মানুষ হয়ে সমাজে আলোকিত মানুষ হয় সেই লক্ষ্যে আমরা অর্থ প্রতিষ্ঠানের ছাড়া জড়িত রয়েছি সবাই কাজ করছি যেন স্কুলের সুনাম এবং সম্মান এগিয়ে যায়।
আজকে আপনাদের সকলের মাঝে অনুরোধ করে বলছি এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি এবং আপনারা আপনাদের সন্তানদেরকে এই অত্র প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ করে দিবেন পাশাপাশি অর্থ প্রতিষ্ঠানের ভালোমন্দ বিষয়গুলো আলোচনার মাধ্যমে আপনারা প্রতিষ্ঠানের পরিচালকের সাথে আলোচনায় তুলে ধরবেন আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষিকা তাদের সন্তানের মতন মানুষ করার দায়িত্ব নিয়ে আমরা মানুষ করছেন