টেকনাফ প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের পাহাড়ে জাফর আলম (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) আলীখালি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। জাফর আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ আলীখালি গ্রামের মৃত জালাল আহমদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আলীখালি গ্রামের জাফর গরু নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পাহাড়ের কাছাকাছি গেলে হঠাৎ ১০-১৫ জনের একটি দলের সামনে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়েন। খবর পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দীন মজুমদার বলেন, জাফর নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। কে বা কারা ঘটনা ঘটিয়েছে তদন্ত করা হচ্ছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।