বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোবিন্দপুর পূর্বপাড়া নামক এলাকায় মাটির কাঁচা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় তার ট্রাকের চাকা মাটিতে ডেবে যায়। এ সময় ট্রাকের ইঞ্জিন উল্টে বডির সঙ্গে লেগে যায়। তখন ইঞ্জিন ও বডির মধ্যে চালক ইমামুলের মুখ চাপা খেয়ে থেঁতলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সেলাহাটি রেলগেট নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহের ময়না তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।