সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ট্রাক থেকে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান র্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
গ্রেপ্তার দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ বউবাজার এলাকার মো. দুরুল হুদার ছেলে মো. আব্দুল বাছির (২০) ও একই জেলার সদর উপজেলার চামা গ্রামের মো. গোলাম মর্তুজার ছেলে মো. রিপন আলী (৩২)।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) রাতে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ৯২ কেজি গাঁজা জব্দসহ ওই দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।