মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। ,
ঠাকুরগাঁও জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ এর ছাত্রলীগের সাবেক ভিপি আসাদুজ্জামান পুলক কে রাতের আধারে থানায় ধরে নিয়ে অমানবিক নির্যাতন করার অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন কে প্রত্যাহার করা হয়েছে।
গত, ১১ মে বৃহস্পতিবার, সকাল ১০ টায় প্রত্যাহারের বিষয় টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন(পুলিশ সুপার) -” প্রশাসনিক কারনে ওসি কামাল হোসেন কে প্রত্যাহার করে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার অর্ডারে প্রশাসনিক কারন উল্লেখ্য করা হয়েছে। ” এ ছাড়া অভিযোগে অভিযুক্ত আরও চারজন পুলিশ ( এসআই) এর বিরুদ্ধে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি বলে তিনি জানান। গত, ২৯ এপ্রিল রাতে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে আসাদুজ্জামান পুলক কে থানায় এনে অন্যায় ভাবে হাতে হাতকড়া পরিয়ে এবং মুখে ও চোখে গামছা বেঁধে নির্মম ভাবে নির্যাতন করেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন। এতে আসাদুজ্জামান পুলক এর একটি হাতের হাড় ভেঙ্গে যায় এবং শরীরে মারাত্মক জখম হয়।