“বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা” পদক পেয়েছেন ডিএমপির ৯ জন। পদক প্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, সিটিটিসির যুগ্ম কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার মোঃ আবু ইউসুফ, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম, গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহমদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব উন নবী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম। “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” পদক পেয়েছেন ডিএমপির ২৫ জন। পদক প্রাপ্তরা হলেন- উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জিয়াউল আহসান তালুকদার, সিটিটিসির উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দিন, সিটিটিসির উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গোবিন্দ চন্দ্র পাল, গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল আমীন পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইহসানুল ফিরদাউস, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন, গোয়েন্দা-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক, গোয়েন্দা-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আফসার উদ্দিন খাঁন, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বিপিএম, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রওশানুল হক সৈকত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদ হাসান, ওয়ারী ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস, রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সালমান ফার্সী, গোয়েন্দা-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম রফিকুল হাসান ভূঞা, মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন, বিমাববন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত খান, শাহবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ (বর্তমানে হাজারীবাগ থানার ওসি), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক ভূঞা, পল্টন থানার পরিদর্শক হিরন্ময় বারুরী, গোয়েন্দা-ওয়ারী বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ রোকনুজ্জামান খান ও সিটিটিসির এসআই মোঃ ফিরোজ মোল্লা।