প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ণ
ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেফতার ৩১ টি মামলা দায়ের
ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেফতার ৩১ টি মামলা দায়ের করা হয়েছে
মাহবুব আলমঃ
ডিএমপি মিডিয়া সেল তথ্য মতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে চলমান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চলমান এই অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০৪৬ পিস ইয়াবা, ১৭ গ্রাম হেরোইন, ৫ কেজি ২৪০ গ্রাম গাঁজা ও ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.