আজ পয়লা আগস্ট মঙ্গলবার, দুপুর আড়াইটায়, মধ্য কলকাতা জেলা কংগ্রেস একটি প্রতিবাদ মিছিল করে কলকাতা কর্পোরেশন অভিযান করলেন। এবং কলকাতার মহানগরী ও মন্ত্রী ফিরহাদ হাকিম কুশপুতুল দাহ করলেন, এই মিছিলের প্রভাবে ছিলেন কাদির আলম, প্রায় 40 থেকে 50 জন কংগ্রেস কর্মী বৃষ্টির মধ্যেও এই অভিযান সফল করলেন, অনেক আগে থেকেই কর্পোরেশনের সামনে প্রশাসনের অফিসারেরা মোতাইন ছিলেন এবং মিছিল আসার সাথে সাথে রাস্তা ব্যারিকেড করে দেন। প্রচন্ড বৃষ্টির মধ্যেও তারা প্রতিবাদ করতে ছাড়লেন না।
তাদের দাবি ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, অথচ পুরসভার কোন ভ্রুক্ষেপ নাই এমনকি কলকাতা কর্পোরেশনের যিনি প্রধান মেয়র ও মন্ত্রী ফিরাধ হাকিমের তারা বলেন দিদির পেছনে পেছনে না ঘুরে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এছাড়াও তারা বলেন সারা কর্পোরেশন কাঠ মানি থেকে শুরু করে সিন্ডিকেটের কাঠ মানি পর্যন্ত চলছে, তোলাবাজি চলছে, অথচ সাধারণ মানুষ ডেঙ্গুতে একটা করে মারা যাচ্ছেন এতোটুকু ভ্রুক্ষেপ নাই, কাউন্সিলাররা পর্যন্ত চুপ করে বসে আছেন, দিনের পর দিন কলকাতা পুরসভা ব্যর্থতায় পরিণত হচ্ছেন, আমরা তা হতে দেবো না তাই আজ এই বৃষ্টির মধ্যেও প্রতিবাদ জানাচ্ছি। কল্লোলিনী কলকাতা কাঁপছে ডেঙ্গির আতঙ্কে , পুরসভার গাফ লতিতে শিকার কলকাতা বাসী, আর কর্পোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে প্রধান মাথা চুপ করে বসে মজা লুটছেন, তাই আজ আমরা এই kুষ্পুতুল পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানালাম।