প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
ডোমারে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন
ডোমারে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর ডোমারে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুউলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুইমাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩রা মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন—যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারীর সহকারী যুব উন্নয়ন পরিচালক মোঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এসএম হাবিব মোর্তুজা, মোঃ মাইদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, দুইমাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু ৪টি শিফটে অনুষ্ঠিত হবে। এতে ২০ জন পুরুষ ও ২০ মহিলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ গাড়িতে প্রশিক্ষণ গ্রহণ করবেন। যার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন—নন্দ কুমার ও মোঃ রোকনুজ্জামান।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.