রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:২৮
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
  • ৩০ ০৯ বার দেখা হয়েছে

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করবে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর চলতি বছর একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

ঢাকার এই সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রথমবারের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিদ্যমান একাডেমিক কাঠামোতে) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (বাস্তবায়ন প্রক্রিয়াধীন)।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস সই করা বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় ২৯ জুলাই প্রকাশ করা হয়েছে।

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তির আবেদন ৩ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে https://collegeadmission.eis.du.ac.bd আবেদন করতে হবে।

আবেদন ফি ৮০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষর্থীরা আবেদন ফি জমা দেবে।

শিক্ষার্থীরা তিনটি ইউনিটে আবেদন করতে পারবে। ইউনিটগুলো হলো- কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট (কল ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য); বিজ্ঞান ইউনিট (বিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগে ভর্তির জন্য) এবং ব্যবসায় শিক্ষা ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সব বিভাগে ভর্তির জন্য)।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা ২২ আগস্ট শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা, বিজ্ঞান ইউনিটে ২৩ আগস্ট শনিবার ১১টা থেকে ১২টা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে একইদিন ২৩ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি সম্পর্কিত তথ্যাবলি ও আসন সংখ্যা https://collegeadmission.eis.du.ac.bd-এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজ ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশসহ বিভিন্ন জটিলতা তৈরি হয়। এসব সমস্যা সমাধানে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে ১৬ মার্চ ইউজিসিতে এক সভায় সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell