জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার শিকার হলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।এ ঘটনার প্রতিবাদে সারা দেশেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তারই অংশ হিসেবে কুমিল্লায় অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকার। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এনসিপি নেতাদের ওপর।
এসময় এনসিপির নেতারা বলেন, এটা সাধারণ হামলা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। আমাদের নেতৃত্বকে দমন করার চেষ্টা চলছে। এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আধাঘণ্টা পর কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে মহাসড়ক থেকে ব্লকেড তুলে নেন শিক্ষার্থীরা।