রাজধানীর বনশ্রীতে একটি বাসা থেকে আফিয়া মোর্শেদা চৈতি (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ভাই জানান, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহতের ভাই ওমর ফারুক বলেন, তৌহিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে আমার বোনের বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগে থাকত। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ রুমের গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁস দেন। পরে খবর পেয়ে এসে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে চৈতিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম বলেন, আমরা তার ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চৈতি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।