ঢাকা মেডিকেল হাসপাতালে গাইনি চিকিৎসক পরিচয় দেওয়া মুনিয়া খান কে প্রতারণা মামলায় গ্রেফতার
ঢাকা প্রতিনিধি।।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল হক জানান, শনিবার মধ্যরাতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের ওয়ার্ডমাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আটক করা হয়। মুনিয়া প্রথমে চিকিৎসক বলে পরিচয় দেন। পরে তিনি চিকিৎসক নন বলে স্বীকার করেন। ওয়ার্ডমাস্টার জিল্লুর রহমান বলেন, ভুয়া নারী চিকিৎসক অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ নিয়ে বিভিন্ন কক্ষে আসা-যাওয়া করেন। পরে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে ওই নারী বহির্বিভাগের গাইনি চিকিৎসক বলে পরিচয় দিলেও পরে তিনি চিকিৎসক নন বলে স্বীকার করেন।