ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (৩১)ডিসেম্বর মঙ্গলবার।
ঢাকা প্রতিনিধি।। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার ) অনুষ্ঠিত হবে। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র এই তথ্য জানিয়েছে। ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। সূত্রটি জানায়, ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন এম এ বাতেন ও মো. ওয়ারেছ আলি। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করবেন আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মো. সাইফুল আলম ও আল আমিন খান জয়। দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন কাজী মো. জুবায়ের মাসুদ ও মহসিন মিয়া। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন এ এস এম আহম্মেদ খোকন ও আবুল খায়ের। এ নির্বাচনে সব কাউন্সিলরকে সমিতির কার্যালয়ে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফয়জুল ইউসুফ চৌধুরী।